thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:০৯:৫৯
‘উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের ৯৭ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে বুধবার বেলা ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কোনো পক্ষপাতিত্ব না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রকে সুসংহত করতে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

তবে নবাবগঞ্জের ও শৈলকুপার দুটি কেন্দ্র বিছিন্ন ঘটনার কারণে ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং অফিসাররা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর