thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ইউসুফ আলীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:১২:০৯
ইউসুফ আলীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হওয়া আরও একটি মামলায় মৃধাসহ আরও ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়েছে। মামলার পাঁচ আসামিই পলাতক রয়েছেন। আদালত অভিযোগ গঠনের পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ জানান- ‘ইউসুফ আলী মৃধাসহ পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্যগ্রহণ শুরুর সময় আদালত পরে নির্ধারণ করবেন।’অভিযুক্ত বাকি চারজন হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং অবৈধভাবে নিয়োগের অপেক্ষায় থাকা দুই প্রার্থী সুলতানা বেগম ও গণেশচন্দ্র শীল।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের তিন কর্মকর্তাকে আসামি করে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা।

(দ্য রিপোর্ট/কেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর