thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৩০ সংস্থা প্রধানের পদ গ্রেড-১ এ উন্নীত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩৪:২০
৩০ সংস্থা প্রধানের পদ গ্রেড-১ এ উন্নীত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন দফতর, সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশনের প্রধানের ৩০ পদকে গ্রেড-১ ও ২০টি পদকে গ্রেড-২ এ উন্নীত করা হয়েছে। প্রশাসনে গ্রেড-১ সচিব ও গ্রেড-২ অতিরিক্ত সচিব পদমর্যাদার পদ।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব দফতর, অধিদফতর ও সংস্থার পদগুলো গ্রেড-১ ও গ্রেড-২-এ উন্নীতের দাবি জানিয়ে আসছিলেন জনপ্রশাসনের কর্মকর্তারা।

গ্রেড-১ এ উন্নীত হওয়া পদগুলোর মধ্যে রয়েছে- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সদস্যের চারটি পদ (আয়কর এবং শুল্ক ও আবগারি চারটি -প্রত্যেক ক্যাডার থেকে দুটি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান, কর্মচারী কল্যাণ বোর্ডর মহাপরিচালক, বিএসটিআই’র মহাপরিচালক, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ডাক বিভাগের মহাপরিচালক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী, মৎস্য অধিদফতরের মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, কম্পট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী।

গ্রেড-২ এ উন্নীত পদগুলোর মধ্যে রয়েছে- রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক, কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক (প্রিজন), মুদ্রণ লেখসামগ্রী ফরম ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতরের রেজিস্ট্রার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ক কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, জীবনবীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগবিধি ও প্রবিধানমালার প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। তবে সংশোধন না হওয়া পর্যন্ত সরকার উপযুক্ত কর্মকর্তাদের এসব পদে পদায়ন করতে পারবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর