thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

উত্তরা থেকে মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:৪৩:৩৯
উত্তরা থেকে মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টায় উত্তরা (পশ্চিম) থানার ৯নং সেক্টরের ৩/এ নং রোডের এক ও তিন নং বাসার মধ্যবর্তী স্থানের একটি গর্ত থেকে সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

উত্তরা (পশ্চিম) থানার উপ-পরিদর্শক খগেন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃতদেহের গলায় কালো থেতলানো দাগ আছে। এ ছাড়া নিহতের বাম হাতে এফ প্লাস এন ও ডান হাতে এফ প্লাস এ লেখা রয়েছে।

মঙ্গলবার রাতে কোনো এক সময় বস্তায় ভর্তি করে মৃতদেহটি রাখা হতে পারে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর