thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বসুন্ধরার বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:৪৫:৫২
বসুন্ধরার বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের মামলা করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ মামলাটি করা হয়। ২০ মার্চ এ মামলার সমন জারির দিন ধার্য করা হয়েছে।

যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

হান্টার নিয়ে দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক বাংলাদেশে প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।

(দ্য রিপোর্ট/জেএ/ইইউ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর