thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ঝিনাইদহে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

শৈলকুপায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন, কাল হরতাল

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:৫১:৪২
শৈলকুপায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন, কাল হরতাল

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা এ সময় কেন্দ্রের ভেতরে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। ফলে এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

শৈলকুপা উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শৈলকুপা উপজেলা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু সাংবাদিকদের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। তার সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। এ সব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এর প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার শৈলকুপায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর