thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জেলা কমিটি থেকে চিফ হুইপ তাজুলকে বাদ দিলেন এরশাদ

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:৫৮:৫৭
জেলা কমিটি থেকে চিফ হুইপ তাজুলকে বাদ দিলেন এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলা জাপার সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার সকালে এরশাদ কুড়িগ্রাম জেলার সভাপতি তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতিপত্র পাঠান বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি।

রুহুল আমিন হাওলাদার দ্য রিপোর্টকে বলেন, ‘শতভাগ নিশ্চিত তাজুল ইসলাম চৌধুরীকে জাপার কুড়িগ্রাম জেলার সভাপতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।’

তিনি আরও জানান, বুধবারই কুড়িগ্রাম জেলার সভাপতি হিসেবে শফিকুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান এরশাদ।

জাপা সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাজুল ইসলাম চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন এরশাদ। গত বছর ৩ ডিসেম্বর এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এরশাদের নির্দেশ অমান্য করে উত্তরবঙ্গে জাপার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে। এ সব কারণে রংপুর যাওয়ার ঠিক একদিন আগে এরশাদ তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলার সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এরশাদ বৃহস্পতিবার রংপুর যাচ্ছেন।

প্রসঙ্গত, নব নিযুক্ত কুড়িগ্রাম জেলার সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী তাজুল ইসলাম চৌধুরীর ছোটভাই।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর