thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

ভাষা দিবসের নাটকে অর্ষা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:১১:৩৮
ভাষা দিবসের নাটকে অর্ষা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘একুশের কৃষ্ণচূড়া’। কথা সাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ১৯৫২ সালের পটভূমিতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা।

গল্পে দেখা যায়, রাইসুল ইসলাম আসাদ একজন দারোগা। ছেলে মীর সাব্বির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পুত্র এবং পুত্রবধূকে নিয়ে তার সুখের সংসার। ভাষা আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল তখন মীর সাব্বির আন্দোলনে যোগ দেয়। অংশ নেয় মিছিল, মিটিংয়ে। মিছিলে গুলি চালানোর জন্য তার বাবার ওপর দায়িত্ব পড়ে। অন্য সবার সাথে বন্দুক হাতে প্রস্তুত দারোগা। মিছিল এগিয়ে আসে, কিন্তু গুলি করেন না তিনি। অন্য পুলিশরা মিছিলে গুলি চালায়। প্রাণ হারায় আন্দোলনকারী অনেকে। দায়িত্ব অবহেলার কারণে আসাদকে চাকরিচ্যুত করা হয়। মীর সাব্বির বাবার সাহতিকতায় গর্বিত হয়। কারণ সে দেশের জন্য কাজ করেছে।

এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, অর্ষা প্রমুখ।

‘একুশের কৃষ্ণচূড়া’ নাটকটি আগামী ২১শে ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর