thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ জোরদার ২৬ ফেব্রুয়ারির পর’

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:২২:২২
‘যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ জোরদার ২৬ ফেব্রুয়ারির পর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারির পর যানজট ও দুর্ঘটনা নিরসনে সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর গুলিস্তান মোড়ের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, যানজট আমাদের মূল্যবান সময় নষ্ট করছে। শুধু তাই নয়, যানজটের কারণে আর্থিক ক্ষতিও হচ্ছে। যানজট রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি যানজট ও দুর্ঘটনা নিরসনে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে। যানজট ও দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে, অভিযান পরিচালনার জন্য যাদের যাদের দরকার এখানে আইন-প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সরকার, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবে। সভার পর যানজট ও দুর্ঘটনা নিরসনে সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা হবে। আমরা কয়েকজন মন্ত্রী নামব। আজ এ কাজ শুরু হলো।

পরিদর্শনকালে মন্ত্রী তাৎক্ষণিকভাবে টেম্পারিং, আনফিট গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ৪টি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, গুলিস্তান এত সুন্দর আগে কখনও দেখিনি, এটি সচিবালয়ের নাকের ডগায়, প্রদীপের নিচে অন্ধকার থাকবে না, প্রতিদিনই এখানে খোঁজ খবর নেব। সড়কের যেসব জায়গা দখলমুক্ত হয়েছে সেসব জায়গা দখলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর.) মো. নুরুল আমীন, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বশারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর