thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিআরডিবি’র সাবেক হিসাব রক্ষকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:৩১:৩১
বিআরডিবি’র সাবেক হিসাব রক্ষকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিরাজগঞ্জের বিআরডিবি’র ইউবিসিসিএ লিমিটেডের প্রাক্তন হিসাব রক্ষক কাজী মো. জামশেদ হায়দারের বিরুদ্ধে ২০ লাখ ১৪ হাজার ৫৬০ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি জামশেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে থেকে ইতোমধ্যেই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অনুসন্ধান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, জামশেদ হায়দারের বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের এ অভিযোগ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসারে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালকের অধীনস্ত একজন অনুসন্ধান ও তদারককারী কর্মকর্তা নিয়োগপূর্বক অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর