thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

ভিকারুননিসায় ভর্তি প্রক্রিয়া শুরু ১০ নভেম্বর

২০১৩ নভেম্বর ০৬ ১৩:৩১:৫১
ভিকারুননিসায় ভর্তি প্রক্রিয়া শুরু ১০ নভেম্বর

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর জন্য আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর ভর্তি ফরম বিতরণ করা হবে।

আবেদন ফরমের মূল্য ২০০ টাকা। গতবারের মতো এবারো ভিকারুননিসায় প্রকাশ্য লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হবে। যাদের জন্ম ১ জুলাই ২০০৭ থেকে ৩০ জুন ২০০৮ এর মধ্যে কেবল তারাই আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজু আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সকল প্রভাতী শাখা এবং দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সকল দিবা শাখার ফরম বিক্রি করা হবে। মূল প্রভাতীর (ইংরেজি মাধ্যম) ফরম বেইলি রোডের মূল প্রভাতী সিনিয়র শাখা ক্যাম্পাসে পাওয়া যাবে। মূল প্রভাতী (বাংলা মাধ্যম) ও মূল দিবার (বাংলা মাধ্যম) ফরম পাওয়া যাবে বেইলি রোডের মূল প্রভাতী জুনিয়র শাখা ক্যাম্পাসে।

ধানমন্ডি, বসুন্ধরা ও আজিমপুর শাখার প্রভাতী ও দিবার ফরম সংশ্লিষ্ট শাখা ক্যাম্পাসে পাওয়া যাবে।

ফরম জমা ও সাক্ষাৎকার গ্রহণের তারিখ আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায় সকল শাখার নোটিস বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য প্রতিষ্ঠানের সকল শাখার নোটিস বোর্ড এবং ওয়েবসাইটে (www.vnscbd.info) পাওয়া যাচ্ছে।

(দিরিপোর্ট২৪/সৌরভ/এমসি/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর