thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে সড়ক দুর্ঘটনা

নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:৩৩:৫৩
নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মন্ত্রীর

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শিশু শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ২৫ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বুধবার দুপুরে মন্ত্রী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত সাত শিশুর স্মরণে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেন। সেখান থেকে সোজা চলে যান বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে। ওখানে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের সান্ত্বনা দেন।

বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে শোকাহতদের বাড়িতে মন্ত্রী পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অন্যানের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক রায়হান উদ্দিন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) জাহিদ হাসান পনির, জেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলামসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এর আগে বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার সকাল থেকেই কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, স্মরণসভা অনুষ্ঠিত হয়।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আমি এসেছি। আমাদের প্রথম দায়িত্ব আহতদের সুচিকিৎসা দিয়ে সুস্থ্ করে তোলা। যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তাদের শারীরিক কোনো সমস্যা হলে আবারও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নিহত প্রতিটি শিশুর পরিবারকে একলাখ টাকা এবং যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে আরও একলাখ টাকা করে প্রদান করা হবে। আহত শিশুদের রাষ্ট্রের খরচে চিকিৎসা এবং আহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা নগদ দেওয়া হবে বলে তিনি জানান। এলাকাবাসী দাবি তোলায় মন্ত্রী বেনাপোলের ছোট আঁচড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন।

এ ছাড়া নিহতদের স্মরণে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্বিতল ভবনে উন্নীত করার ঘোষণা দেন মন্ত্রী। অপরদিকে বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিহত শিশুদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বনভোজনের বাস মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে শনিবার রাতে চৌগাছার ঝাউতলার কাদবিলা গ্রামে এসে খাদে পড়ে গেলে সাত শিশু শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলো- বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের সৈয়দ আলির দুই মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির ছাত্রী জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে ৫ম শ্রেণির ছাত্র শান্ত, ইউনূস আলির মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী মিথিলা ওরফে মিতালী, কালুমিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী রুনা, গাজিপুরের সেকেন্দার আলীর ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী আঁখি।

(দ্য রিপোর্ট/জেএম/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর