thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোমালিয়ায় সাড়ে ৮ লাখ মানুষের খাদ্য সহায়তা দরকার

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:৫১:৪৬
সোমালিয়ায় সাড়ে ৮ লাখ মানুষের খাদ্য সহায়তা দরকার

দ্য রিপোর্ট ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রায় সাড়ে ৮ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। খবর : টাইমস অফ ইন্ডিয়ার।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মসূচির পরিচালক জন গিং বুধবার বলেন, ‘সোমালিয়ায় ভয়াবহ সংকট ও জরুরি পরিস্থিতি বিরাজ করছে।’

সম্প্রতি জন গিং তিন দিনের এক সফরে সোমালিয়ায় গিয়েছিলেন। ফিরে এসে তিনি আরও জানান, দেশটিতে আরও অন্তত ২০ লাখ মানুষ খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘের হিসাব মতে, ইতোমধ্যেই খাদ্য সংকটে পড়া ৮ লাখ ৫৭ হাজার লোকের ৭৫ শতাংশই আবার গৃহহীন বা উদ্বাস্তু।

এক সংবাদ সম্মেলনে গিং বলেন, ‘অনেক বিশাল এই সংখ্যা। এ থেকে সহজেই আমরা দেশটির মানবিক পরিস্থিতির দুর্দশা সম্পর্কে আঁচ করতে পারছি। দেশটির মানবিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে।’

খরা, দুর্ভিক্ষ ও দশকব্যাপী গৃহযুদ্ধে অনেক দিন আগে থেকেই দিশাহীন জাতিতে পরিণত হয়েছে সোমালিয়া। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি।

তবে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছিল। বিশেষ করে, ২০১১ সালের আগস্ট মাসে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আল শাবাবকে দেশটির রাজধানী মোগাদিসু থেকে বের করে দেওয়ার পর থেকে নিরাপত্তা ও সরকার ব্যবস্থায় কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে।

কিন্তু সোমালিয়ার সরকার এখনও দেশটির অনেক এলাকাতেই পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি। এ ছাড়া সরকারকে দেশটির সীমাহীন দুর্নীতির সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে।

প্রসঙ্গক্রমে জন গিং বলেন, ‘২০১১ সালে এক দুর্ভিক্ষে দেশটির ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়। যা বিশ্ব ইতিহাসের এক ভয়াবহ ঘটনা।’

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর