thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে

বিজিএমইএ ও এনজেন্ডার হেলথ বাংলাদেশের সমঝোতা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৪:৫২

দ্য রিপোর্ট প্রতিবেদক : গার্মেন্ট কারখানায় কর্মরত মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিজিএমইএ ও এনজেন্ডার হেলথ বাংলাদেশ।

বুধবার দুপুরে বিজিএমইএ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিজিএমইএ’র পক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ এবং এনজেন্ডার হেল্থ বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. আবু জামিল ফয়সাল চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজিএমইএ এবং এনজেন্ডার হেল্থ বাংলাদেশ ইউএস এইড-এর অর্থায়নে মায়ের হাসি-২ প্রকল্পের মাধ্যমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হল- পছন্দ অনুযায়ী পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি পাওয়ার সুযোগ সৃষ্টি করা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা, পরিবার পরিকল্পনা বিষয়ক শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে কমিউনিটিকে সম্পৃক্ত করা।

বিজিএমইএ-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা সেবাপ্রদান বিষয়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন মাত্রা যোগ করবে এনজেন্ডার হেল্থ বাংলাদেশ। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে তৈরিপোশাক শিল্পের শ্রমিকগণ পরিবার পরিকল্পনা সম্পর্কে সঠিক ও সম্পূর্ণ তথ্য পাবে এবং পছন্দমত পদ্ধতি ব্যবহার করতে পারবে। ফলে পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী জীবন যাপন করতে পারবে তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ফায়েকুজ্জামান চৌধুরী এবং লাইন ডিরেক্টর (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম), পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা. মঈনউদ্দিন আহমেদ, তৈরিপোষাক কারখানার মালিকবৃন্দ এবং বিজিএমইএ’র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআই/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর