thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

‘প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রাখার চেষ্টা করা হবে’

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৮:৪৪:২৪
‘প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রাখার চেষ্টা করা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার পরও জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রাখার চেষ্টা করা হবে। আর এ লক্ষ্য পূরণ করতে হলে এডিপি যাতে কমানো না হয় সে চেষ্টা করা হবে।’

রাজধানীর শেরেবাংলা নগরের নিজ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় আয়োজিত প্রেস ব্রিফিং তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এটি বাড়বে। কেননা, ১২ হাজার কোটি টাকা কমানো হলে এতে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ কমে যাবে।’

তিনি বলেন, ‘সংশোধিত এডিপি চূড়ান্ত হতে দুই মাস সময় লাগবে। তখন বলা যাবে।’

‘বিশ্ব অর্থনীতি ভালো হচ্ছে, তাই আমরা একটু চেষ্টা করলেই লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে পারব’ বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এখন থেকে বড় যে প্রকল্প আসবে তা ফাস্ট ট্রাকে যুক্ত হবে। এটি মনিটরিং করবেন প্রধানমন্ত্রী নিজেই।’

(দ্য রিপোর্ট/জেজে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর