thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

নারায়ণগঞ্জে অশ্লীলতার অভিযোগে যুবককে অর্থদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:০৩:১৪
নারায়ণগঞ্জে অশ্লীলতার অভিযোগে যুবককে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলার সদর উপজেলার ফতুল্লার তল্লা কমর আলী মার্কেট থেকে পলাশ নামের এক যুবককে অশ্লীলতার অভিযোগে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে বুধবার বিকেলে অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত পলাশ বন্দর উপজেলার মো. আলাউদ্দিনের পুত্র। তার কম্পিউটার ও মুঠোফোন থেকে অশ্লীল ভিডিও ক্লিপ ডাউনলোড দেওয়া হত এবং তার কম্পিউটারে অসংখ্য অশ্লীল ভিডিও ক্লিপ সংরক্ষিত ছিল।

গাউছুল আজম দ্য রিপোর্টকে জানান, ভ্রাম্যমাণ আদালত পলাশকে আটক করে অর্থদণ্ড প্রদান করে। ওই যুবক ভবিষ্যতে কম্পিউটারে কোনো অশ্লীল ভিডিও ক্লিপ সংরক্ষণ বা মুঠোফোনে ডাউনলোড করবে না এই মর্মে অঙ্গীকার করায় তাকে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অশ্লীলতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর