thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

হবিগঞ্জে ৩ জাল ভোটারকে ৬ মাসের কারাদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:০৮:৫২
হবিগঞ্জে ৩ জাল ভোটারকে ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন জাল ভোটারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ হাকিম রশিদ আহমেদ মিলন বুধবার দুপুর ২টায় এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সাইফুল ইসলাম (২৮), সোলেমান (২৬) ও সানোয়ার (২৫)। তারা তিনজনই সায়হাম লিমিটেডের চাকরিজীবী।

স্থানীয় সূত্রে জানা যায়- দুপুর দেড়টায় সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪নং বুথে দণ্ডিত সাইফুল ইসলাম, সোলেমান ও সানোয়ার জাল ভোট দিতে যান। এ সময় একজন এজেন্ট তাদের জাল ভোটার বলে শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাদের আটক করেন।

সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অলি আহাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি দণ্ডিতদের বিস্তারিত পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে নির্বাহী বিচারক মেহেদী হাসান মোটরসাইকেলের আরোহী ফারুক আহমেদ (৩০), মুশফিকুর রহমান (২৮), পারভেজ মিয়া (২৮) ও উজ্জ্বল মিয়াকে (২৫) পাঁচশ’ টাকা করে জরিমানা করেন।

অপরদিকে, নির্বাহী বিচারক এ এইচ এম আরিফুল ইসলাম একই অপরাধে সুমন মিয়া (২৫), সাইফুল ইসলাম (২৬), সেলিম মিয়া (২৮), সবুজ মিয়া (৩০) ও আল আমিনকে (৩০) জনপ্রতি পাঁচশ’ টাকা করে জরিমানা করেন।

(দ্য রিপোর্ট/এফসি/এফএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর