thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘আল-বদররা আমার মামাকে মেরে ফেলে’

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:১৫:৫২
‘আল-বদররা আমার মামাকে মেরে ফেলে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় মীর কাশেমের নির্দেশে আল-বদরের সদস্যরা আমার মামাকে মেরে ফেলেছে বলে জবানবন্দী দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রদীপ তালুকদার।

তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আল-বদররা চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী লেনের শিব মন্দিরের মোড় থেকে আমার মামা টুনটু সেনকে ধরে ডালিম হোটেলে নিয়ে যায়।’

‘আমার দিদা রাসবালা সেখান থেকে মামাকে ছাড়িয়ে আনতে গেলে তাদের কমান্ডার মীর কাশেম আলী না থাকায় তাকে ছাড়া হয়নি। মামা পালিয়ে আসলে মীর কাশেম আলীর নির্দেশে তাকে পুনরায় ধরে নিয়ে আল-বদরের সদস্যরা অত্যাচার করে মেরে ফেলে’ বলেন সাক্ষী।

বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জামায়াতের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী প্রদীপ তালুকদার (৫৫) জবানবন্দী পেশকালে এ সব কথা বলেন।

জবানবন্দী পেশ শেষে সাক্ষীর জেরা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

এ ছাড়া মঙ্গলবার ট্রাইব্যুনালে জবানবন্দী দেওয়া একই এলাকার বাসিন্দা রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মৃদুল কুমার দে’র জেরাও করা হয়।

পরে আগামী মামলার কার্যক্রম আগামী রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন আদালত।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর