thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

২০১৩ সালে বিশ্বে ১৩৪ সাংবাদিক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:৪০:১৩
২০১৩ সালে বিশ্বে ১৩৪ সাংবাদিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালে দায়িত্ব পালনকালে বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে ১৩৪ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট (আইএনএসআই) এ খবর জানিয়েছে। নিহতদের বেশির ভাগই মূলত পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও জানায় আইএনএসআই। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সিরিয়ায় ও ইরাকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন ৬৫ জন। এর মধ্যে ২০ জনকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ইরাকে নিহত হয় ১৬ জন। এ ছাড়া শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বিশ্বের এমন দেশগুলোতে অপরাধ ও দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন করতে গিয়ে নিহত হন ৫১ জন। আর দুর্ঘটনায় নিহত হন ১৮ জন।

এ ছাড়া সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া ও ইরাক। ফিলিপাইন রয়েছে তৃতীয় স্থানে, যেখানে গত বছর ১৩ জন সাংবাদিক নিহত হন। আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। ভারতে গত বছর ১৪ জন সাংবাদিক নিহত হন। আর ৯ জন নিহতের সংখ্যা নিয়ে পাকিস্তান পঞ্চম স্থান দখল করে।

প্রসঙ্গত, ২০১২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক নিহত হয়েছিল ১৫২ জন। ২০১৩ সালে সেই সংখ্যা কম হলেও বেড়ে গেছে হামলা, হুমকি ও অপহরণের ঘটনা। ‘তথ্যদাতাকে হত্যা বা হত্যার হুমকি’র কারণে এসব ঘটনার অনেকগুলোই অজ্ঞাত থেকে যায় বলেও আইএনএসআই-এর পর্যবেক্ষণে উঠে এসেছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর