thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জামায়াতের

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৮:৫৫:৪৩
ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জামায়াতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম দফা উপজেলা নির্বাচনে সরকার প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে ভোটকেন্দ্র দখল, প্রতিপক্ষের উপর হামলা, আচরণবিধি লঙ্ঘন, জালভোট প্রদান ও ভয়ভীতির মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রথম দফায় দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে সরকারি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল, আচরণবিধি লঙ্ঘন ও প্রতিপক্ষের উপর হামলা করে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিভিন্ন কেন্দ্র দখলের মাধ্যমে এবং সরকার দলীয় এমপিরা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। বেশ কয়েকটি উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং বোমাবাজি করে জামায়াতসহ বিরোধী দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে সরকার দলীয় লোকজন।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে ও প্রভাব খাটিয়ে বরিশাল জেলার গৌরনদী, ভোলার লালমোহন, শরিয়তপুরের গোসাইরহাট, যশোরের অভয়নগর, গাজীপুরের কাপাসিয়া, বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, সিরাজগঞ্জের কাজিপুর ও সদর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া, ঝিনাইদহের শৈলকুপা, সদর উপজেলা, ও কালীগঞ্জ উপজেলা, সিলেটের বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায় বিরোধী দল সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মেরে জালভোট প্রদান করেছে সরকারদলীয় ক্যাডাররা।’

ডা. শফিক বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও প্রমাণ করল তারা জনগণের ভোটাধিকার ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে না। আওয়ামী লীগের হাতে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার কোনো কিছুই নিরাপদ নয়।’

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর