thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শৈলকুপায় বাস উল্টে ৩০ যাত্রী আহত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২০:০৫:৫৩
শৈলকুপায় বাস উল্টে ৩০ যাত্রী আহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৩০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা দ্য রিপোর্টকে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের নিকট পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়লে ৩০ যাত্রী আহত হয়।

আহত ২০ জনকে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর