thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জীবনানন্দ পুরস্কার পেলেন খালেদ হোসাইন ও ইমতিয়ার শামীম

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২০:১০:৩৭
জীবনানন্দ পুরস্কার পেলেন খালেদ হোসাইন ও ইমতিয়ার শামীম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধানসিঁড়ি সাহিত্য সৈকত ও ছোটকাগজ দূর্বা’র যৌথ আয়োজনে জীবনানন্দ পুরস্কার ২০১৪-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এবার কবিতায় এ পুরস্কার পাচ্ছেন খালেদ হোসাইন ও কথাসাহিত্যে পাচ্ছেন ইমতিয়ার শামীম। কবি জীবনানন্দ দাশের জন্মদিন ১৭ ফেব্রুয়ারিতে এ ঘোষণা করা হয়।

২০০৭ সালে এ পুরস্কার প্রবর্তিত হয়। কথাসাহিত্য ও কবিতায় এই পুরস্কার দেওয়া হয়।

একজন কথাসাহিত্যিক ও একজন কবিকে চূড়ান্ত নির্বাচনের জন্য পাঁচজন কথাসাহিত্যিক ও পাঁচজন কবির একটি সংক্ষিপ্ত তালিকা বেছে নিয়ে দশজন নির্বাচকের কাছে পাঠানো হয়। নির্বাচকদের মনোনয়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষিত হয়। পুরস্কারের অর্থমূল্য দশ হাজার টাকা ও সম্মাননাপত্র জীবনানন্দের মৃত্যু দিবস ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে।

কবিতায় পুরস্কারপ্রাপ্ত খালেদ হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তার জন্ম ১৯৬৪ সালে নারায়ণগঞ্জে। সাহিত্যের বহুমুখী অঙ্গনে তার সফল বিচরণ। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ইলামিত্র ও অন্যান্য কবিতা’, ‘শিকার যাত্রার আয়োজন’, ‘জলছবির ক্যানভাস’, ‘পাতাদের সংসার’ ইত্যাদি। লাভ করেছেন ‘আবুল হাসান স্মৃতি পুরস্কার’ (১৯৮৮)।

কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত ইমতিয়ার শামীমের জন্ম ১৯৬৫ সালে, সিরাজগঞ্জ জেলায়। তার উপন্যাস ‘ডানাকাটা হিমের ভেতর’, ‘আমরা হেঁটেছি যারা’, ‘অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর’, ‘চরসংবেগ’, ‘মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান’ ইত্যাদি। তার গল্পগ্রন্থ : ‘শীতঘুমে এক জীবন’, ‘গ্রামায়ণের ইতিকথা’, ‘মাৎস্যন্যায়ের বাকপ্রতিমা’, ‘কয়েকটি মৃত মুনিয়া’, ‘আত্মহত্যার সপক্ষে’ ইত্যাদি। লাভ করেছেন আখতারুজ্জামান কথাসাহিত্য পুরস্কার ২০১২ সালে এবং লোক সাহিত্য পুরস্কার ২০১৩ সালে।

ইতোপূর্বে যারা জীবনানন্দ পুরস্কার পেয়েছেন, তারা হলেন : আসাদ মান্নান, সালমা বাণী (২০০৭), কামাল চৌধুরী, সুশান্ত মজুমদার (২০০৮), খোন্দকার আশরাফ হোসেন, শান্তনু কায়সার (২০১৩)।

(দ্য রিপোর্ট/আইজেকে/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর