thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ভারতের মঙ্গল অভিযান চীনের বিরুদ্ধে ‘প্রতীকী আঘাত’

২০১৩ নভেম্বর ০৬ ১৪:০৭:১৫
ভারতের মঙ্গল অভিযান চীনের বিরুদ্ধে ‘প্রতীকী আঘাত’

দিরিপোর্ট২৪ ডেস্ক : মঙ্গলগ্রহগামী ভারতের নভোযান মঙ্গলায়ার সফল উৎক্ষেপণকে চীনের জন্য একটি ‘প্রতীকী আঘাত’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রথমসারির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে মহাকাশ গবেষণায় ভারত চীনকে প্রযুক্তির দিক থেকেও টপকে গেছে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমগুলোতে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

যুক্তরাষ্ট্রের সিএনএন ও ওয়ালস্ট্রিট জার্নালের মত পত্রিকাগুলোতে সরাসরি বলা হয়, ভারতের এ মঙ্গল অভিযান দেশটিকে মহাকাশ গবেষণা প্রযুক্তিতে জাপান ও চীনসহ এশিয়ার দেশগুলোর উপরে নিয়ে যেতে পারে। মঙ্গলের আকাশে সফলভাবে পৌছতে পারলে ভারতই হবে লাল গ্রহটিতে এশিয়ার প্রথম দেশ যা প্রতিবেশী চীনের জন্য একটি ‘প্রতীকি আঘাত’ হিসেব বিবেচিত হবে।

প্রসঙ্গত এশিয়ার প্রথম দেশ হিসেব ১৯৯৯ সালে জাপান এবং ২০১১ সালে চীনে মঙ্গলে নভোযান পাঠানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়।

যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক ড. জেমস ক্লে সিএনএনকে বলেন, ‘আমি বিশ্বাস করি ভারতের নেতারা বুঝতে পেরেছেন মহাকাশ বিজ্ঞানে চীনের সাম্প্রতিক অগ্রগতি এশীয় অঞ্চলে দেশটির মর‌্যাদার জন্য একটি হুমকি। এর যথাযথ প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।’

(দিরিপোর্ট২৪/এআইএম/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর