thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে পিকআপের ধাক্কায় ফুচকা বিক্রেতা নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২১:২২:০৬
রাজধানীতে পিকআপের ধাক্কায় ফুচকা বিক্রেতা নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুস শহীদ খান (২৭) নামের এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে রাস্তা পাড়াপাড়ের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়- শহীদ পিকআপের ধাক্কায় গুরুতর আহত হলে মোহাম্মদ ওয়াসিম নামে তার এক আত্মীয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম মৃত কুটি মিয়া। যাত্রাবাড়ীর মির হাজীরবাগে তার বাসা। গ্রামের বাড়ি বরিশালের হিজলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন-বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর