thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রিকশাচালকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২২:৪৮:১৫
পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রিকশাচালকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে কামাল হোসেন (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত কামাল হোসেন রিকশাচালক। সে হাজারীবাগের গণকটুলীর সুইপার কলোনিতে থাকে। রাতে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হলে তার বড় বোন আমেনা বেগমসহ স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বোন আমেনা বেগম জানান- ৪ মাস আগে তার বিয়ে হয়েছে। তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছে। কী কারণে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তা আমরা কেউ বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন-বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর