thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

শারীরিক গঠন অনুযায়ী পোশাক-পরিচ্ছদ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০০:০০:৩৭
শারীরিক গঠন অনুযায়ী পোশাক-পরিচ্ছদ

দ্য রিপোর্ট ডেস্ক : আমাদের ‍নিত্য জীবনে পোশাক-পরিচ্ছদের ওপর বিশেষ প্রাধান্য দিতে হয়। কারণ পোশাক-পরিচ্ছদ সাজসজ্জার একটি প্রধান অনুষঙ্গ। তবে পোশাক কেবল পরিধানের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এর সাথে আপনার ব্যক্তিগত রুচি-পছন্দের সম্পর্ক আছে। কোন পোশাকে আপনাকে কেমন দেখাবে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। শারীরিক গঠন অনুযায়ী পোশাক নির্বাচন জরুরি। তাই এ ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত তা হলো-

শারীরিক গঠন মোটা হলে

ছাপার ক্ষেত্রে বড় বড় ছাপ বা বুটি দেওয়া পোশাক বা শাড়ি পরবেন না। যতটা সম্ভব এক রঙের পোশাক বেছে নিন। ছাপা পরতে ইচ্ছে হলে ছোট প্রিন্ট ব্যবহার করুন।

বিশেষ দিন উপলক্ষ্যে গাঢ় রঙ বেছে নিতে পারেন। তবে তীব্র গরমের দিনে উজ্জ্বল রঙ থেকে বিরত থাকুন।

চৌকো বা ভিশেপ গলার পোশাক কিংবা ব্লাউজ পরুন।

শারীরিক গঠন রোগা হলে

ভারী কাপড় অথবা শাড়ি ব্যবহার করুন। গায়ে জড়িয়ে থাকা পাতলা পোশাক পরবেন না এতে আরও বেশি রোগা দেখাবে।

শাড়ির ক্ষেত্রে তাঁত, ঢাকাই, অরগ্যান্টা জাতীয় শাড়ি পরুন।

বিশেষ দিনগুলোতে শাড়ির রঙের সাথে আড়াআড়ি ডুরে শাড়ি পরলে ভালো দেখাবে।

শারীরিক গঠন বেঁটে হলে

লম্বা ঝুলের জামা বা কামিজ পরবেন না।
বেশি ঘেরের পোশাক বা সালোয়ার পরবেন না।
চাপা সালোয়ার কিংবা চুড়িদার পরুন।
বিশেষ দিনে পোশাকে ছাপার ব্যবহার পছন্দ করলেও বড় ছাপা পরবেন না।
সলিড কালার কিংবা ছোট প্রিন্টের পোশাক পরুন।
শাড়ির ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি পরবেন না।
বড় আঁচলের শাড়ি পরবেন না।
নির্ধারিত রঙের সাথে লম্বা ডুরে শাড়ি পরলে ও উঁচু হিল পরলে দেখতে মানানসই লাগবে।

শারীরিক গঠন লম্বা হলে

বেশি ঘের দেওয়া পোশাক এড়িয়ে চলুন।
ছাপার ক্ষেত্রে বড় ছাপা মানাবে ভালো।
লম্বা ঝুলের পোশাক পরুন।
বন্ধ গলার জামা পরবেন না।
লম্বা হাতা পোশাক পরুন। ছোট হাতা পরলে হাত মোটা দেখায়।

পোশাকের প্রথম কথাই হলো এমন পোশাক পরতে হবে যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও অনেক সময় বিশেষ দিনগুলোতে পোশাকের রঙ নির্ধারিত থাকে তারপরেও নিজেকে বুঝে এমন পোশাক পরুন যাতে আপনার ব্যক্তিত্বের ভালো দিকটি উন্মোচিত হয়, খুঁতগুলো ঢাকা পড়ে যায়। অন্ধের মতো অন্যকে অনুকরণ করবেন না ও সঠিক মাপের, ভালো কোয়ালিটির পোশাক পরুন।

কৃতজ্ঞতা : সাদাফ ডিজাইন কালেকশন

(দ্য রিপোর্ট/পিআর/কেএম/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর