thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিচার বহির্ভূত হত্যার জন্য সরকারের বিচার হবে : খালেদা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০০:২১:৪০
বিচার বহির্ভূত হত্যার জন্য সরকারের বিচার হবে : খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বর্তমান সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া।

তিনি বলেন, ‘দেশে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকার সীমাহীন দমন-নিপীড়ন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গ্রেফতারের নামে নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা করছে। সরকারের মনে রাখা উচিত এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না তারা।’

বাংলাদেশ কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের দুটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বুধবার রাতে খালেদা জিয়া এ সব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টায় সংগঠন দুটির সঙ্গে বৈঠক শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ। সারাবিশ্বের কোথাও এই সরকারের কোনো প্রকার বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। তাই খুব শিগগিরই তীব্র গণআন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।’

এ সময় বিএনপি প্রধান দল-মত নির্বিশেষে দেশবাসীকে এই অবৈধ সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ কর আইনজীবী ফোরামের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজমের নেতৃত্বে এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচন-২০১৫ প্যানেলের সভাপতি অ্যাডভোকেট আব্বাসউদ্দিন ও সাধারণ সম্পাদক জাফর উল্লাহর নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের প্রতিনিধি দল মতবিনিময়ে অংশ নেয়।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(দ্য রিপোর্ট/টিএস/এসকে/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর