thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাকেরগঞ্জের ফলাফল স্থগিত

গৌরনদীতে আ’লীগ প্রার্থী জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০১:৪৯:১১
গৌরনদীতে আ’লীগ প্রার্থী জয়ী

বরিশাল অফিস : প্রথম দফায় বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তবে বাকেরগঞ্জের ৯৪টি কেন্দ্রের মধ্যে দুধাল ইউনিয়নের ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করায় নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ার আগে এগিয়ে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা যাবে না বলে জানান জেলা রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার।

জেলা রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী প্রাপ্ত ফলাফল :

গৌরনদী : উপজেলার ৪৫টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহ আলম খান (আনারস) ৬৮ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন মিয়া (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ২৫৮ ভোট।

এখানে ভাইস চেয়ারম্যান পদে অওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফরহাদ হোসেন পেয়েছেন ৬৮ হাজার ৪ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত মো. মেহেদি হাসান পেয়েছেন ২ হাজার ৪৮৮ ভোট।

এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দা মনিরুন নাহার মেরি পেয়েছেন ৬৬ হাজার ৫১৭ ভোট। তার নিকটতম বিএনপির তাসলিমা পারভিন পেয়েছেন ৬ হাজার ১৩ ভোট।

এখানে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এই উপজেলায় এক লাখ ২৬ হাজার ৩৩১ ভোটারের মধ্যে ৭৫ হাজার ৩০৫ ভোটার ভোট প্রদান করেন।

বাকেরগঞ্জ : এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শামসুল আলম (আনারস) পেয়েছেন ৫৫ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী এটিএম মশিউর রহমান (দোয়াত-কলম) পেয়েছেন ১৬ হাজার ৫৬ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জাপা সমর্থিত জিএম ফারুকী (উড়োজাহাজ) পেয়েছেন ৩৪ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত নাসির উদ্দিন হাওলাদার (টিউবয়েল) পেয়েছেন ২১ হাজার ৭৩১ ভোট।

আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাহমিনা বেগম (হাঁস) পেয়েছেন ৪৫ হাজার ৫২৩ ভোট। নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী খাদিজা বেগম (কলস) পেয়েছেন ২৭ হাজার ৫০২ ভোট।

বাকেরগঞ্জ উপজেলার স্থগিত থাকা একটি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২১৫ হলেও এগিয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শামসুল আলমকে বিধি মোতাবেক বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে পারেননি জেলা রিটার্নিং অফিসার।

বাকেরগঞ্জে মোট ভোটার সংখ্যা হলো দুই লাখ ১৪ হাজার ১৭১। প্রদত্ত ভোট হলো ১ লাখ ৯৭৪।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর