thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

চেয়ারম্যান পদে

কুড়িগ্রামে ২টিতে বিএনপি, ১টিতে আ’লীগ জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০২:৩৪:৫৯
কুড়িগ্রামে ২টিতে বিএনপি, ১টিতে আ’লীগ জয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি দুটিতে এবং একটিতে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

ভুরুঙ্গামারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নুরুন্নবী চৌধুরী (ঘোড়া প্রতীক) ৪৯ হাজার ৪৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান সরকার (আনারস) পেয়েছেন ২২ হাজার ৯৬৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ইয়াছিন আলী (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পরভিন (ফুটবল) নিয়ে বিজয়ী হয়েছেন।

ফুলবাড়ী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. নজির হোসেন (ঘোড়া) ৩২ হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. এজাহার আলী (আনারস) পেয়েছেন ১৮ হাজার ১০৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরজিনা বেগম (ফুটবল) নিয়ে বিজয়ী হয়েছেন।

উলিপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী হায়দার আলী মিঞা (কাপ-পিরিচ) ৫৭ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল মজিদ (হেলিকপ্টার) পেয়েছেন ২২ হাজার ৮৮২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে হাফেজ রুহুল আমিন (জাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা বেগম রুবি (ফুটবল) নিয়ে বিজয়ী হয়েছেন।

(দ্য রিপোর্ট/জেআই/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর