thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

নড়াইলের কালিয়ায় আ’লীগের শামীম জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০২:৫৭:৩১
নড়াইলের কালিয়ায় আ’লীগের শামীম জয়ী

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খান শামীম রহমান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. জাকারিয়া মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিউটি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিয়ে রিটার্নিং অফিসার ও নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী খান শামীম রহমান ওছি খা চিংড়ী প্রতীক নিয়ে ৪৮ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আসজাদুর রহমান মিঠু (দোয়াত-কলম) পেয়েছেন ২১ হাজার ৩৮০ ভোট।

এ ছাড়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মাহমুদুল হাসান কায়েস (ঘোড়া) ১৬ হাজার ৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্যা এমদাদুল হক (আনারস) ১ হাজার ৪৩৫ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী নওয়াবুল আলম পেয়েছেন ২ হাজার ৩৯৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মো. জাকারিয়া মোল্যা ৩২ হাজার ৩৪৯ ভোট (উড়োজাহাজ) পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোফাজ্জ্বেল হোসেন (চশমা) ২৪ হাজার ৭৮৯ ভোট, সাজ্জাদুল হক (মাইক) ১৫ হাজার ৩১৪ ভোট, তাঁরা মিয়া (টিউবয়েল) ৭ হাজার ১৪৫ ভোট, শামিমুর রহমান (টিয়াপাখি) ৪ হাজার ৪৯১ ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা পেয়েছেন (তালা) ৭৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি আক্তার (হাঁস) ৪৯ হাজার ৩৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জোহরা খানম (কলস) পেয়েছেন ৩২ হাজার ৪৭৭ ভোট।

এ উপজেলায় ভোট পড়েছে শতকরা ৬৫ ভাগ।

জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, কালিয়া উপজেলায় এক লাখ ৪৬ হাজার ২৬২ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১৩৯ জন ও নারী ভোটার ৭৪ হাজার ১২৩ জন। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ভোটকেন্দ্র ৬৭টি। নড়াইল জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে কালিয়া উপজেলার অবস্থান।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর