thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হবিগঞ্জের মাধবপুরে বিএনপি প্রার্থীরা জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০৩:৪১:৩১
হবিগঞ্জের মাধবপুরে বিএনপি প্রার্থীরা জয়ী

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আনারস প্রতীকে ৭২ হাজার ৯২৫ ভোট পেয়ে সৈয়দ মোহাম্মদ শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন চৌধুরী অসীম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪১৪ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ শাহ হাবিব উল্লা সূচন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৯ ভোট।

চশমা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৫১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আব্দুল আজিজ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শ্রীধাম দাশগুপ্ত তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৫০১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা রীনা পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৯৪০ ভোট।

মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, মাধবপুরে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ২৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৬৫৯ ও মহিলা ভোটার ৯৪ হাজার ৫৯৬ জন।

(দ্য রিপোর্ট/এফসি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর