thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ঝিনাইদহে চেয়ারম্যান পদে

২টিতে আ’লীগ, ২টিতে বিএনপি ও জামায়াত প্রার্থী জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০৩:৫৯:৫২
২টিতে আ’লীগ, ২টিতে বিএনপি ও জামায়াত প্রার্থী জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ ও একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলায় ১৪৬টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আলিম (আনারস) এক লাখ পাঁচ হাজার ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কনক কান্তি দাস (কাপ-পিরিচ) ৬৬ হাজার ৩২৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান (টিউবওয়েল) এক লাখ তিন হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আতিকুল হাসান মাসুম (তালা) পেয়েছেন ৪৩ হাজার ৪৪৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত তহুরা খাতুন (কলস) এক লাখ ১০ হাজার ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিনা রহমান (হাঁস) পেয়েছেন ৬৪ হাজার ৯২১ ভোট।

শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন শিকদার (আনারস) এক লাখ ২৯ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রাকিবুল হাসান থান দিপু (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২০১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামিম হোসেন (উড়োজাহাজ) এক লাখ আট হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কামরুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৮ হাজার ৩৯৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আফরোজা নাসরিন লিপি (হাঁস) এক লাখ আট হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রোকসানা আক্তার (পদ্মফুল) পেয়েছেন ২১ হাজার ৩৩৪ ভোট।

কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত তাজুল ইসলাম (দোয়াত-কলম) ২৬ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২২ হাজার ১৩৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোয়াবিয়া হোসেন (মাইক) ৩০ হাজার ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মীর কাশেম আলী (উড়োজাহাজ) পেয়েছেন ২০ হাজার ৪৮৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নাজমা খাতুন (সেলাই মেশিন) ২৮ হাজার ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত নাছিমা ইসলাম (ফুটবল) পেয়েছেন ২১ হাজার ২৩৫ ভোট।

কালীগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু (টেলিফোন) ৩৮ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৩২ হাজার ৫২৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মতিয়ার রহমান (টিউবওয়েল) ৯১ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইসরাইল হোসেন (উড়োজাহাজ) পেয়েছেন ২৭ হাজার ৯৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শাহনাজ পারভিন (হাঁস) ৭২ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত তিথী রানী বিশ্বাস (কলস) পেয়েছেন ৩৫ হাজার ৫৯২ ভোট।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর