thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দিল্লি বিজেপির নতুন সভাপতি হর্ষ বর্ধন

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০৪:১৩:৪৬
দিল্লি বিজেপির নতুন সভাপতি হর্ষ বর্ধন

কলকাতা প্রতিনিধি : দিল্লি বিজেপির সভাপতি হিসেবে হর্ষ বর্ধনকে মনোনীত করা হয়েছে। বিজয় গোয়েলের স্থলাভিষিক্ত হলেন তিনি।

রাজ্যে দলের শীর্ষ পদে বুধবার হর্ষ বর্ধনের নাম ঘোষণা করেন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং।

সদ্য সমাপ্ত রাজ্যসভার নির্বাচনে বিজয় গোয়েলকে রাজস্থান থেকে প্রার্থী করেছিল বিজেপি। ভোটে জয়ের পর দিল্লি বিজেপির সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।

অবিলম্বে এই সাংগঠনিক রদবদল কার্যকর হবে বলে বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে হর্ষ বর্ধনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিজেপি। তার নেতৃত্বে বিধানসভার ৭০টির মধ্যে ৩১টি আসন পেলেও সরকার গঠন করতে ব্যর্থ হয় বিজেপি।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর