thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাবনায় ২টিতে জামায়াত, ১টিতে আ’লীগ প্রার্থী জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০৪:৪০:২৮
পাবনায় ২টিতে জামায়াত, ১টিতে আ’লীগ প্রার্থী জয়ী

পাবনা প্রতিনিধি : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার তিনটি উপজেলার মধ্যে দুটিতে জামায়াত ও একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আটঘরিয়ায় জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩৮ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম রতন আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৬২ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

সাঁথিয়া উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান ঘোড়া প্রতীকে ৫৪ হাজার ৫৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর মঞ্জুর এলাহী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ২৫৫ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

সুজানগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেম আনারস প্রতীকে ৮০ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১০৫ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন এই ফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন ভোট কারচুপি, ভোট প্রদানে বাধা প্রদান, দলীয় নেতাকর্মীদের মারধরের অভিযোগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর