thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পুটখালীতে গুলিসহ অস্ত্র উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১১:০৪:১৫
পুটখালীতে গুলিসহ অস্ত্র উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে বৃহস্পতিবার ভোরে একটি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, চোরাচালানিরা পিস্তল, রিভলবার ও গুলিসহ ওই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগের মধ্য থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর