thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী আহত

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১২:১৭:১৫
যশোরে পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী আহত

যশোর অফিস : যশোরের বারান্দীপাড়ায় ঢাকা রোডে ছিনতাইকালে বৃহস্পতিবার ভোরে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে। এ ঘটনায় ছিনতাইকারীদের ছোড়া বোমার স্প্লিন্টারে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত ছিনতাইকারীরা হলো- শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইউসুফ আলীর ছেলে মারুফ হোসেন রনি ও সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের দবির সরদারের ছেলে জিয়ারুল ইসলাম সরদার। যশোরের শেখহাটি এলাকার শিকদারের ছেলে হারুন নামে অপর একজন ছিনতাইকারী এ সময় পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ছিনতাইকারীরা ওই এলাকায় ছোরা ঠেকিয়ে এক বিজিবি সদস্যের কাছ থেকে ছিনতাই করছিল। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়ে। পুলিশ পাল্টা ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে রনি ও জিয়ারুল আহত হয়। হারুন পালিয়ে যায়। বোমার স্প্লিন্টারে পুলিশের হাবিলদার বাবুল আহত হন।

গুলিবিদ্ধ দুই যুবক রনি ও জিয়ারুলকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। দুইজনই চিহ্নিত ছিনতাইকারী বলে পুলিশের দাবি। রনি নিজেকে ছিনতাইকারী এবং জিয়ারুল নিজেকে মোবাইল ফোন চোর বলে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর