thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘গণআন্দোলনে সংবিধান পরিবর্তন করে চলে যেতে বাধ্য হবেন’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১২:৫৫:২৬
‘গণআন্দোলনে সংবিধান পরিবর্তন করে চলে যেতে বাধ্য হবেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘মামলা-হামলা নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। গণআন্দোলনের মুখে সংবিধান পরিবর্তন করে আপনারা চলে যেতে বাধ্য হবেন।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা যুবদল আয়োজিত এক মানববন্ধনে বৃহস্পতিবার সকালে তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, ‘আমাদের ওপর হামলা-মামলা যত বেশি হবে, আন্দোলন ততোই বাড়বে। জনগণের মধ্যে প্রতিনিয়ত যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, তা যে কোন মুহুর্তেই বিস্ফোরণ ঘটবে।’

তিনি বলেন, ‘সরকার ক্ষমতায়, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, সাজানো প্রশাসন তারপরেও জনগণ তাদের উপজেলা নির্বাচনে প্রত্যাখান করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। সরকারকে বলবো আপনাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে। সুতরাং অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে বিদায় নিন।’

যে কোন উপায়ে গণতন্ত্রের লেবাসে এই স্বৈরশাসকের পতন ঘটাবো এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখন শুধু চেয়ারপারসনের নির্দেশের অপেক্ষায় আছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিব রহমান হাবিব প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর