thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়ায় শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১২:৫০:১৫
কুষ্টিয়ায় শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখারী উপজেলার যদুবয়রা গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার জানান, রাতে একটি সংঘবদ্ধ চক্র বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করে শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ১৯৬৮ সালে শহীদ মিনারটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। ১৯৭১ সালে ভেঙে নতুন করে শহীদ মিনারটি স্থায়ীভাবে তৈরি করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালেকুজ্জামান জানান, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে ফেলার সংবাদ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর