thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ভূত তাড়াতে চাইছেন স্কলারি

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৩:০৮:১১
ভূত তাড়াতে চাইছেন স্কলারি

দ্য রিপোট ডেস্ক : ব্রাজিল ১৯৫০ বিশ্বকাপের আয়োজক ছিল। অসাধারণ খেলার পরও কিন্তু উরুগুয়ের কাছে শিরোপা খুইয়েছিল তারা। মারাকানা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দুই লাখ ভক্ত-সমর্থক। ব্রাজিল আবারও আয়োজক হয়েছে। জুনেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের কারিগর লুইস ফিলিপ স্কলারি চাইছেন, ১৯৫০ সালের সেই ভূত তাড়িয়ে দিতে।

ব্রাজিল সেই হারের পর ৫টি বিশ্বকাপ জয় করেছে। কিন্তু নিজেদের মাঠে শিরোপা হারানোর হতাশা তাড়া করে ফেরে তাদের। স্কলারি সেই হতাশা ভুলিয়ে দিতে চাইছেন। ভক্তদের চাওয়াটা তিনি জানেন।

শিরোপা জয় হতে পারে হতাশা মোচনের একমাত্র উপায়। স্কলারি বলেছেন, ‘আমরা হয়তো ১২ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামব। অনেকে বলবেন সৌভাগ্য সঙ্গে নিয়ে অথবা ঈশ্বরের সহায়তাকে শক্তি হিসেবে দেখে। কিন্তু আমি নিজেদের সমর্থকদের নিয়ে খেলব। আমরা আবারও চ্যাম্পিয়ন হতে চাই। জয়ের জন্যই আমরা যাব।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর