thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজারে ছাত্রদলের কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৩:২১:৫৪
মৌলভীবাজারে ছাত্রদলের কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম মিলাদকে (২৫) বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিলাদ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আবির মিয়ার ছেলে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, মিলাদ জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান গ্রুপের কর্মী। বুধবার রাত ১১টার দিকে মৌলভীবাজার শহরের বর্ষিজোড়া ইকোপার্ক এলাকার পাহাড়িকা ম্যানশনের সামনে থেকে মিলাদকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাত প্রায় ২টার দিকে শহরের পৌর বাস টার্মিনাল থেকে টহল পুলিশ মিলাদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার হাত-পা বাঁধা ও শরীরে জখমের চিহ্ন ছিল।

পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যায়। মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাই চৌধুরী জানান, মিলাদ মৃত্যুর আগে পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছে। তার কথা অনুযায়ী এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/টিএফ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর