thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মার্কিন নির্বাচনে লড়বেন ১০১ বয়সী বৃদ্ধ!

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৩:২৮:১০
মার্কিন নির্বাচনে লড়বেন ১০১ বয়সী বৃদ্ধ!

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ১০১ বছর বয়সী জো নিউম্যান।

ফ্লোরিডার সারাসোটার বাসিন্দা নিউম্যান ফ্লোরিডার ১৬তম কংগ্রেশনাল জেলায় লড়বেন।

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সারাসোটা ও ম্যারাটি কাউন্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিউম্যান জানান, মানুষের জীবনে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। নিউম্যানের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো সবার সঙ্গে ভাগভাগি করতে চান তিনি।

নিউম্যান বলেন, ‘আমাদের কিছু দায়িত্ব আছে। এ সব দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা আয়নায় কীভাবে তাকাব?’

ইন্ডিয়ানায় নিউম্যানের মায়ের একটি মুদি দোকান ছিল। খাবার খরচ বাঁচিয়ে তার মা দেনা শোধ করতেন।

এরপর ইউনিভার্সিটি অব নটরডেম থেকে স্নাতক সম্পন্ন করার পর সোশ্যাল সিকিউরিটি নামে একটি নতুন ফেডারেল প্রোগ্রামে সচেতনতা বৃদ্ধির চাকরি পান তিনি।

নিউম্যান মনে করেন, সরকারের সমাজের উন্নতির দিকে গুরুত্ব দেওয়া উচিত। এ জন্যই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (সূত্র : ডেইলি মেইল, পিটিআই)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর