thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইল-৮ উপনির্বাচনে অংশ নিবেন কাদের সিদ্দিকী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৪:৩৫:৫৪
টাঙ্গাইল-৮ উপনির্বাচনে অংশ নিবেন কাদের সিদ্দিকী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও ২৩ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নিবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, মনমোহন দেবনাথ প্রমুখ।

প্রসঙ্গত, টাঙ্গাইল- ৮ (সখিপুর-বাসাইল) আসন থেকে ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহান। তিনি মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর