thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

দুই এমপির বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৪:৪৬:২৮
দুই এমপির বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও ২ আসনে বেসরকারিভাবে বিজয়ী দুই এমপির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

আদেশের অনুলিপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

গত বছরের ১৩ ডিসেম্বর যশোর-১ আসনে আফিল উদ্দিন একক প্রার্থী হিসেবে এবং এ বছরের ৬ জানুয়ারি যশোর-২ আসনে মনিরুল ইসলাম বিজয়ী হন।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর আফিল উদ্দিন এক সভায় মনিরুলের পক্ষে বক্তব্য দেন। এতে আফিল ও মনিরুলের বিরুদ্ধে নির্বাচন কমিশন অফিসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।

যার প্রেক্ষিতে এ দুই সংসদ সদস্যের পক্ষে ইসি নির্বাচনী গেজেট প্রকাশ করেনি। গেজেট প্রকাশ করতে ১৫ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর