thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৪:৫০:৫৬
পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন আগামী ৩১ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৃহস্পতিবার দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই বাচাই এবং ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

তিনি এ সময় বলেন, নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। গতকালের নির্বাচন আশানুরূপ সুষ্ঠু হয়েছে।

কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করলে তিনি বলেন, আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং নির্বাচন আরও সুষ্ঠু হয় সে জন্য আমরা কাজ করছি।

সিইসি বলেন, এটাই শেষ ধাপের নির্বাচন। তবে আর যে কয়টি উপজেলার নির্বাচন হবে সেগুলো বিচ্ছিন্নভাবে হবে।

গতকালের নির্বাচনের সম্পূর্ণ ফলাফল এখনও পৌঁছেনি উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৬৫ শতাংশ ভোট পড়েছে। তবে এটা অনুমান নির্ভর। সব ফলাফল পেলে সম্পূর্ণ রিপোর্ট জানা যাবে।

এ দফায় দেশের ৭৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।

পাবনার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, ময়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।

ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষ্মীপুর জেলার রামগতি,লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খাগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায়, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৮৩ উপজেলায়, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর