thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চাটমোহরে শহীদ মিনার ভাঙলো দুর্বৃত্তরা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৫:৫৩:২৪
চাটমোহরে শহীদ মিনার ভাঙলো দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি : জেলার চাটমোহর উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ২টায় এ ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় একই স্থানে অবস্থিত। দুইটি বিদ্যালয়ের জন্য একটি শহীদ মিনার সম্প্রতি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলে গিয়ে শহীদ মিনারটি ভাঙা দেখতে পাই। বুধবার রাত ২টার দিকে শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্কুলের নৈশ প্রহরী নুর আলম কিছু একটা ভাঙার শব্দ শুনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর