thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মীর কাশেম আলীর জন্য সুবিধাজনক গাড়ি সরবরাহের নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৫:৫৬:১৯
মীর কাশেম আলীর জন্য সুবিধাজনক গাড়ি সরবরাহের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক (আরামদায়ক) গাড়ি সরবরাহের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মীর কাশেমের পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। তবে আরামদায়ক গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত খরচ মীর কাশেম আলীকে বহন করতে হবে।

এর আগে মীর কাশেমের জন্য সুবিধাজনক গাড়ি সরবরাহ করা হোক মর্মে ট্রাইব্যুনালে একটি আবেদন করে তার ছেলে আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

আবেদনের শুনানিতে আহমেদ বিন কাশেম বলেন, ২৭ জানুয়ারি আসামিপক্ষের এক আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মীর কাশেমকে আনা-নেওয়ার জন্য প্রিজন ভ্যানের পরিবর্তে কারা কর্তৃপক্ষ একটি মাইক্রোবাস দিয়েছে। তবে ওই মাইক্রোবাসটি অত্যন্ত নিম্নমানের।

তিনি আরও বলেন, ডিভিশনপ্রাপ্ত অনেক আসামিকে আদালতে আনা-নেওয়ার সময় আসামিপক্ষের খরচে গাড়ির ব্যবস্থা করা হয়ে থাকে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে নতুন গাড়ির জন্য ট্রাইব্যুনালের আদেশ প্রয়োজন।

গত মঙ্গলবার শুনানির পরে এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

এরপর আদেশে মীর কাশেম আলীর জন্য সুবিধাজনক গাড়ি সরবরাহের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর