thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৬:৪০:১৮
বাগেরহাটে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এস মাহফুজুর রহমান নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন। তার সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের নানাভাবে হুমকি দিয়ে আসছেন। অথচ এ সব বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।

কচুয়ায় নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দিয়ে দোয়াত-কলম মার্কায় ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া এবং বিভিন্ন জায়গায় মা-বোনদের নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গোলযোগ হবে বলে ভোট দিতে না যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়ে আসছে।

এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা বাধাল ইউনিয়নের মসনী গ্রামের বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম-সম্পাদক বাসুদেব মুনসীকে (খোকন) হত্যা ও দেশত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থী আরও বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রচার গাড়ির গতিরোধ, আমাকে এবং আমার কর্মী-সমর্থকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া এবং রাতের আঁধারে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা। এ সব ঘটনাকে আমি ব্যক্তিগত নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করি।’

তিনি আরও বলেন, আসন্ন কচুয়া উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের কর্মী সমর্থকরা রাতের আঁধারে ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ননী গোপাল মিত্রের বাড়ির মন্দিরে ভাঙচুর করে আমার স্থানীয় নেতাকর্মীদের ওপর এর দায় চাপানোর পাঁয়তারা করছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান বিভিন্ন গ্রামে দলীয় স্লোগানসহ পোস্টার ছেপে তা দেয়ালে ও গাছে লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি নির্বাচন পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচরে আসলে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু তা সত্ত্বেও ওইসব অবৈধ কার্যক্রম থেকে তিনি বিরত থাকছেন না। এতে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ছি। এমন পরিস্থিতিতে বিষয়গুলো আপনাদের মাধ্যমে আবারও নির্বাচন কমিশনসহ স্থানীয় আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনকে অবহিত করছি।’

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক শিকদার হাবিবুর রহমানসহ আনারস প্রতীকের সমর্থকরা।

(দ্য রিপোর্ট/এএস/এমএটি/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর