thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসছে শনিবার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৬:৪৫:০৯
এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসছে শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তান ক্রিকেট দল শনিবার ঢাকার মাটিতে পা রাখবে। আর ভারত ও আফগানিস্তান ঢাকায় পৌঁছাবে ২৩ ফেব্রুয়ারি। এশিয়া কাপ টুর্নামেন্ট কমিটির প্রধান আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ১২তম এশিয়া কাপের আসর। উল্লেখ্য, এবার প্রথম বারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে আফগানিস্তান। ২টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং অপরটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

এশিয়া কাপের সবরকম প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিডিউলও চূড়ান্ত হয়ে গেছে অনেক আগেই। এবার পালা দল গুলোর আগমনের। শ্রীলঙ্কান দল তো আগেই থেকেই ঢাকায় অবস্থান করছে। বাকি থাকছে পাকিস্তান, ভারত আর আফগানিস্তান। আমিনুল ইসলাম বলেছেন, ‘১২তম এশিয়া কাপে অংশ নিয়ে পাকিস্তান ক্রিকেট দল শনিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখবে। এ ছাড়া টুর্নামেন্টে প্রথমবার অংশ নিতে আফগানিস্তান ২৩ ফেব্রুয়ারি দুপুরেই ঢাকায় আসবে। ভারতীয় ক্রিকেট দলও একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছাবে।’

১২তম এশিয়া কাপে আসরে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও প্রথমবারের মতো জমজমাট এ লড়াইয়ে অংশ নেবে আফগানিস্তান। গত আসরের (২০১২) এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে ২ রানে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

(দ্য রিপোর্ট/আরআই/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর