thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

লক্ষ্মীপুর- ১ আসনের ফল বাতিলে হাইকোর্টের রুল

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৬:৫৭:২৭
লক্ষ্মীপুর- ১ আসনের ফল বাতিলে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ১ আসনে বিজয়ী প্রার্থীর ফল বাতিল করে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদী নির্বাচন কমিশন, বিজয়ী প্রার্থী এম এ আউয়ালসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরাজিত প্রার্থী শফিকুল ইসলামের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রব চৌধুরী। তাকে সহায়তা করেন আইনজীবী গিয়াস উদ্দিন।

আবেদনে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ১ আসনে রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির মাধ্যমে বিবাদী তরিকত ফেড়ারেশনের এম এ আউয়ালকে (নৌকা প্রতীক) বিজয়ী ঘোষণা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর