thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

মা হলেন তেরেসা পালমার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৭:০৫:৫৫
মা হলেন তেরেসা পালমার

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউড তারকা মার্ক ওয়েবারের স্ত্রী ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী তেরেসা পালমার প্রথমবারের মতো মা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের ছবি পোস্ট করে সংবাদটি নিশ্চিত করেন ২৭ বছর বয়সী এ তারকা।

কন্টাক্ট মিউজিকের সূত্র অনুযায়ী, সোমবার রাতে জন্মগ্রহণ করা এ নবজাতকের নাম ‘বোধি রেইন পালমার’। ছবির সঙ্গে লেখা তার বার্তাটি ছিল, ‘স্বর্গীয় এ উপহারে আমাদের আশীর্বাদ করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! খুব নিরাপদ ও স্বাভাবিক উপায়েই পৃথিবীতে আগমন ঘটেছে আমাদের ছেলে বোধির। সবাইকে ধন্যবাদ তাদের শুভকামনার জন্য।’

ছেলের নাম প্রসঙ্গে তিনি জানান, ‘বোধি’র অর্থ হল ‘আলোকিত মানুষ’ আর ‘রেইন’ অর্থ সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ’ এবং পালমার রাখা হয়েছে তার নামের শেষ নাম অনুযায়ী।

জানা যায়, নয় মাস গর্ভাবস্থায় থাকাকালীন চলতি বছরের ৬ জানুয়ারি মার্ক ওয়েবারকে আইনগতভাবে বিয়ে করেন তিনি। এর পূর্বেও মেক্সিকোতে রোমান্টিকভাবে বিয়ের শপথবাক্য পাঠ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তাই নিজেদের নতুন সন্তানের পৃথিবীতে আগমনের পূর্বেই আইনগতভাবে বিয়ের অনুষ্ঠানটি সেরে নেন এই তারকা দম্পতি।

জানা যায়, তিনদিন বয়সী নবজাতক বোধির ওজন মাত্র ৮১ পাউন্ড।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর